বাঁকুড়া, ১৫ জুলাই ২০২৫ — ভুয়ো জাতি শংসাপত্র ব্যবহার করে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার অভিযোগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে বহিষ্কৃত হলেন এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্রী জুহি কোলে। কলেজ কর্তৃপক্ষ সোমবার এই সিদ্ধান্তের কথা জানায়, যা শিক্ষামহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
জানা গেছে, বর্ধমানের বাসিন্দা জুহি কোলে ২০২১ সালে এসটি (তফসিলি উপজাতি) কোটায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হন। অভিযোগ, তিনি জলপাইগুড়ি থেকে জাল জাতি শংসাপত্র সংগ্রহ করে ভর্তি হন এবং দীর্ঘ চার বছর ধরে পড়াশোনা চালিয়ে যান। সম্প্রতি সরকারি স্তরে শংসাপত্র যাচাইয়ের পর রিপোর্টে তা ভুয়ো বলে প্রমাণিত হয়।
কলেজের অধ্যক্ষ জানান, “সরকারি যাচাইয়ে শংসাপত্র ভুয়ো প্রমাণিত হওয়ার পরই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। আমরা নিয়ম মেনেই পদক্ষেপ নিয়েছি।” তবে শিক্ষামহলের একাংশ প্রশ্ন তুলেছে, “একজন ছাত্রী চার বছর ধরে কীভাবে জাল শংসাপত্রে পড়াশোনা চালিয়ে গেলেন? এতদিনে ব্যবস্থা নিতে এত দেরি কেন?”
এক অধ্যাপক ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে প্রকৃত মেধাবীরা একটি আসনের জন্য লড়াই করছেন, সেখানে এই ধরনের প্রতারণা গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করছে। এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।”
সূত্রের খবর, অভিযোগ ওঠার পর সরকারি স্তরে শংসাপত্র যাচাই শুরু হয়, যার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগে। রিপোর্ট আসার পর কলেজ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। এই ঘটনায় শিক্ষাক্ষেত্রে নৈতিকতার প্রশ্ন এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
