বীরভূমের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অভিযোগ বৈধ পরিচয়পত্র আইডি কার্ড এবং চ্যানেলের লোগো লাগানো বুম সঙ্গে থাকা সত্ত্বেও মন্দির চত্বর এমনকি গর্ভগৃহে প্রবেশের অনুমতি মিলছে না। স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা সাংবাদিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। ফলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদেরও সাধারণ পুণ্যার্থীদের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যার ফলে সময়মতো খবর সংগ্রহ করা কঠিন হয়ে উঠছে।
সাংবাদিকদের অভিযোগ মন্দিরের গেটে থাকা নিরাপত্তারক্ষীরা পরিচয়পত্র দেখার পরেও ভেতরে ঢুকতে দিচ্ছেন না। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সেবায়েতের ফোন বা অনুমতির ওপর নির্ভর করে প্রবেশাধিকার মিলছে বলে অভিযোগ উঠেছে। জরুরি খবরের সময় সেবায়েতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে কার্যত আটকে যেতে হচ্ছে সাংবাদিকদের। কোথাও কোথাও নিরাপত্তারক্ষীদের দুর্ব্যবহারের অভিযোগও সামনে এসেছে।
শুধু মন্দির চত্বর নয় তারাপীঠের হোটেলগুলিতেও সাংবাদিকদের জন্য আলাদা কোনও সুবিধা নেই বলে দাবি। সাধারণ পর্যটকদের মতোই সমপরিমাণ ভাড়া দিতে হচ্ছে সংবাদকর্মীদের। ভিড়ের সময় মা তারার দর্শন করতেও সাংবাদিকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সংবাদমাধ্যমের জন্য আলাদা কোনও কুইক অ্যাক্সেস বা বিশেষ ব্যবস্থার অভাব নিয়ে ক্ষোভ বাড়ছে সাংবাদিক মহলে। এই পরিস্থিতিতে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন সাংবাদিকরা। এখনও পর্যন্ত এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও স্পষ্ট পদক্ষেপের কথা জানা যায়নি।
