জলমগ্ন গ্রামে চিকিৎসা শিবির, নেতৃত্বে ডা. ইরফান হোসেন

চারদিকে বন্যার জল, ভেসে গেছে গ্রাম, যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গের বহু অঞ্চল। এমন সময় যখন মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন এগিয়ে এলেন একদল মানবিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PHA)-এর উদ্যোগে ডা. মোল্লা ইরফান হোসেন-এর নেতৃত্বে শুরু হয়েছে এক অনন্য ত্রাণ ও চিকিৎসা অভিযান।

নাগরাকাটার বামনডাঙ্গা (তাণ্ডু) গ্রাম এখন কার্যত দ্বীপে পরিণত। সেতু ভেসে গেছে, রাস্তাঘাট কাদামাটিতে ঢাকা, মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঠিক এই পরিস্থিতিতেই BMOH ডা. ইরফান হোসেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে পৌঁছে যান দুর্গত এলাকার মানুষের কাছে। সঙ্গে নিয়ে গেছেন প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও টিমের স্বাস্থ্যকর্মীদের। সেখানে গড়ে তোলা হয়েছে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, যেখানে প্রতিদিন শতাধিক মানুষ চিকিৎসা পাচ্ছেন।

ডা. ইরফান জানিয়েছে, “এই মুহূর্তে শুধু চিকিৎসা নয়, মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা সবচেয়ে বড় দায়িত্ব। চেষ্টা করছি, যাতে কেউ অবহেলিত না থাকে।”

PHA-র পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরাকাটা ছাড়াও বীরপাড়া, মাদারিহাট ও গজলডোবা এলাকায় আরও কয়েকটি মেডিক্যাল ক্যাম্প চালু করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় প্রশাসন ও NDRF কর্মীরাও এই উদ্যোগে সহায়তা করছে।

বন্যার ভয়াবহতার মাঝেও ডা. ইরফান হোসেনের নেতৃত্বে এই মানবিক উদ্যোগ আজ উত্তরবঙ্গের মানুষের কাছে এক আশার প্রতীক।