বামনগোলা প্রতিবন্ধী ব্লক কমিটির ডাকে ডেপুটেশন বামনগোলা বিডিও অফিসে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে ৮ দফা দাবি নিয়ে বামনগোলা ব্লকের বিডিও কে ডেপুটেশন।
এদিন দয়া নয়, করুণা নয়, আমরা পৃথিবীর সন্তান, এই স্লোগানকে সামনে রেখে পাকুয়াহাট অঞ্চল অফিস থেকে একটি র্যালি বের করে গোটা পাকুয়াহাট পরিক্রমা করে বিডিও অফিসের সামনে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যরা তারপরে সেখান থেকে তারা আর দফা দাবি জানিয়ে লিখিতভাবে ডেপুটেশন দিতে বিডিও অফিসের ভেতরে যাই।
তাদের দাবিগুলি হল সমস্ত প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫০০০ টাকা করতে হবে,প্রতিবন্ধীদের অন্তর্দায় কার্ড করতে হবে,প্রতিবন্ধীদের নরমাল জিয়ার দিতে হবে। এছাড়া বিভিন্ন দাবি তুলেন।
