মালদা জেলার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার সময় উদ্ধার হল ধাতব পিস্তল। ভোরবেলা পঞ্চায়েতের তত্ত্বাবধানে ড্রেন পরিষ্কারের কাজ চলাকালীন এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় উঠে আসে ভারী ধাতব বস্তুটি। উপরে তোলার পর দেখা যায় তা দেখতে একেবারে পিস্তলের মতো।
ঘটনাস্থলেই শুরু হয় চাঞ্চল্য ও আতঙ্ক। আসল পিস্তল নাকি খেলার সামগ্রী — তা নিয়ে স্থানীয়দের মধ্যে মুহূর্তে জল্পনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজোল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিস্তল সদৃশ ওই বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এটি আসল আগ্নেয়াস্ত্র নাকি এয়ারগান — তা পরীক্ষার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত শুরু হয়েছে। ঠিক কীভাবে ড্রেনের ভিতরে এমন জিনিস এলো, তা নিয়েও চলছে খোঁজখবর।
