সিকিম সহ উত্তরবঙ্গে হলুদ সতর্কতা আবহাওয়া দফতরের

সিকিম সহ উত্তরবঙ্গের সমতলের জন্য হলুদ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর, এরই মধ্যে তিস্তার জল বৃদ্ধি, জলমগ্ন পশ্চিম দোলাইগাঁও – ক্ষতিগ্রস্ত প্রায় ৬৮ পরিবার। পাহাড়ে ভারী বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সমতল এলাকাতেও জল বাড়তে শুরু করেছে, যার ফলে মাল মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দোলাইগাঁও এলাকায় প্রায় ৬৮টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে।

জানা গেছে, জল নিয়ন্ত্রণে গজলডোবার তিস্তা ব্যারেজের দুটি গেট খুলে দিতে হয়েছে। যার ফলস্বরূপ তিস্তার তীরবর্তী এলাকায় হঠাৎ জল ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকাল থেকেই জলস্তর দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে পৌঁছান ক্রান্তির বিডিও রিমিল সোরেন। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছরও বর্ষার শুরুতেই পশ্চিম দোলাইগাঁও এলাকায় প্লাবনের ঘটনা ঘটে। তখন প্রশাসনের তরফে বাঁধের উপর অস্থায়ী শিবির তৈরি করা হয়েছিল এবং উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এলাকা পরিদর্শনে আসেন।