ইতিহাস তৈরী করতে চলছে মেট্রো কতৃপক্ষ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আসছে নতুন নতুন চমক। এবার চালু হতে চলেছে চালক বিহীন মেট্রো। দুরন্ত গতিতে ছুটবে মেট্রো, তবে চালক ছাড়াই। বিশ্বের অন্য কোনও প্রান্তে নয়, খাস কলকাতা মেট্রোতেই চালু হতে চলেছে এমন ব্যবস্থা।

হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটের মেট্রোতে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। চালক ছাড়াই এবার মেট্রো চলবে এই রুটে। কলকাতা মেট্রো সূত্রে খবর, ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টানা চলবে ট্রায়াল রান। পরীক্ষামূলক চালানো হবে চালক ছাড়া মেট্রো। তাতে পাশ করলেই যাত্রী পরিষেবার জন্য মিলবে ছাড়পত্র।

ট্রায়াল রান চলবে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পর। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরেই প্রতিদিন চালক ছাড়া মেট্রোর ট্রায়াল রান হবে। আগামী প্রায় দু সপ্তাহ পরীক্ষামূলক ভাবে চালানো হবে স্বয়ংক্রিয় মেট্রো। এই পদ্ধতিতে মেট্রোর দরজা খোলা বা বন্ধ থেকে, গতি নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্টেশনে মেট্রো থামা বা চালু করা সবটাই হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে, কম্পিউটার নিয়ন্ত্রিত।