যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত মেট্রো চলাচল

সপ্তাহের প্রথম দিনেই ফের মেট্রো বিভ্রাট,ভোগান্তি নিত্যযাত্রীদের।দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত ব্যাহত মেট্রো চলাচল। সোমবার মেট্রো বিভ্রাটে চূড়ান্ত নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের।

গত বছরের শেষ রবিবার কলকাতা মেট্রোয় এভাবেই ভোগান্তি পোহাতে হয়েছিল যাত্রীদের। ভুক্তভোগীদের অভিযোগ ছিল, সকাল ১১টা ১৫ নাগাদ, টালিগ়ঞ্জ স্টেশনে ঢোকার মুখে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রো। অভিযোগ, বন্ধ হয়ে যায় আলো, AC-সহ সমস্ত পরিষেবা। হাঁসফাঁস ভিড়ে প্রায় দমবন্ধ অবস্থায় অন্তত ৪০ মিনিট কাটাতে হয় বলে অভিযোগ মেট্রো যাত্রীদের।

মেট্রো যাত্রীর কথায়, টালিগঞ্জে ঢোকার সময় মেট্রোর সমস্যা হল। ৪০ মিনিট কোনও সার্ভিস আমরা পাইনি।বসেছিলাম,দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল।ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল। স্টাফ বাইরে ঘোরাঘুরি করছে, কিন্তু কেউ দরজা খুলছে না। শেষে মেট্রোর যাত্রীদের চালকের কামরা দিয়ে বাইরে বের করে আনা হয়।থার্ড লাইন এড়িয়ে আসতে হয় টালিগঞ্জে। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন মেট্রো যাত্রীরা।