বিগত বেশ কিছুদিন ধরেই একের পর এক নজরে আসছে ভাঙ্গন, বাড়ছে আতঙ্ক। বসে যাচ্ছে নিউ গড়িয়া ওরফে কবি সুভাষ মেট্রো স্টেশন। থামে ফাটল ধরা থেকেই বিপত্তির সূত্রপাত। স্টেশনের একাধিক পিলারেই নাকি ফাটল ধরেছে। এমতাবস্থায় সম্পূর্ণ স্টেশন ভেঙে ফেলে নতুন করে গড়তে হবে আস্ত স্টেশন। শুরুও হয়ে গিয়েছে সেই কাজ। খুলে ফেলা হচ্ছে প্ল্যাটফর্মের শেড।
আপাতত প্রায় এক বছর বন্ধ থাকবে এই মেট্রো স্টেশন। কলকাতা মেট্রোর ব্লু লাইনের দক্ষিণে প্রান্তিক স্টেশন নিউ গড়িয়া। তার আগে ব্রিজি স্টেশন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করছে আপ এবং ডাউন মেট্রো। এটিই আপাতত প্রান্তিক স্টেশন হিসেবে কাজ করছে। ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিউ গড়িয়া অঞ্চলের যাত্রীদের।
উল্লেখ্য, ২০১০ সালে চালু হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। মাত্র ১৫ বছরেই এমন বেহাল দশা স্টেশনের! সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, দীর্ঘদিন ধরেই মেট্রোরেলের দাবি করেছিলেন তাঁরা। রাজ্য সরকারের থেকে টাকা তুললেও কাজ করেছিল দিল্লির রেল। স্টেশন নষ্ট হওয়ার জন্য অর্থের কারচুপির অভিযোগ এনেছেন তিনি।
