টাটা গ্রুপের অন্তর্গত মহিলাদের এথনিক পোশাকের ব্র্যান্ড তানায়রা, এই উৎসব মরসুমে নিয়ে এলো নতুন কালেকশন – মিয়ারা: হাতে গড়া, বিশুদ্ধতার ছোঁয়ায় ভরপুর। এই কালেকশনে আধুনিক ডিজাইনের ছোঁয়া মিশেছে ঐতিহ্যবাহী হস্তশিল্পে, যা তাকে দিয়েছে এক অনন্য স্বকীয়তা। সিল্ক ও কটনের নানান বুননশৈলীতে সজ্জিত মিয়ারা, প্রতিটি উৎসবের মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে প্রস্তুত—হোক তা নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য। উৎসবের আমেজে তানায়রার নতুন ক্যাম্পেইন ‘দ্য গিফ্ট অফ পিওর লাভ’ শাড়িকে তুলে ধরছে ভালোবাসার চিরন্তন প্রতীক হিসেবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্র্যান্ডটি উপহার দেওয়ার আনন্দকে নতুনভাবে ব্যাখ্যা করছে, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে—একটি তানায়রা শাড়ি উপহার দেওয়া মানে ভালোবাসাকে সম্মান জানানো এমন কিছুর মাধ্যমে, যা ভালোবাসার মতোই বিরল ও অমূল্য। কারণ শেষ পর্যন্ত, ভালোবাসার প্রকৃত মাপকাঠি হলো তার পবিত্রতা। আর “সত্যিকারের ভালোবাসা শুধু দেখা যায় না, তা অনুভব করা যায়।”
প্রতিটি কেনাকাটাকে আরও স্মরণীয় করতে, ব্র্যান্ডটি নিয়ে এসেছে বিশেষ উৎসব অফার—যেখানে থাকছে গিফ্ট ভাউচার ও সোনার কয়েন। প্রতি ১০,০০০ টাকার কেনাকাটায় গ্রাহকেরা পাবেন ১,০০০ টাকার ভাউচার, যা পরবর্তী কেনাকাটায় রিডিম করা যাবে। আবার, ৫০,০০০ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় থাকছে অতিরিক্ত উপহার—একটি ০.২ গ্রাম তনিশ্ক্ সোনার কয়েন। সীমিত সময়ের এই অফার চলবে ২০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। শুধু তাই নয়, উপহারের মুহূর্তকে ছাপিয়ে, তানায়রা এনেছে অভিনব ‘গোল্ডেন কোকুন’ পারচেজ প্ল্যান, যা গ্রাহকদের ধাপে ধাপে তাঁদের স্বপ্নের শাড়ি বাস্তবে রূপ দিতে সাহায্য করবে।
উদ্বোধন উপলক্ষে অম্বুজ নারায়ণ, সিইও, তানায়রা বলেন, “এই মরসুমে আমরা ‘মিয়ারা’ উন্মোচন করছি—যা কল্পনা ও ঐতিহ্যের এক অনন্য প্রতিফলন, ধরা দিয়েছে নানান আঙ্গিকের শাড়িতে। তানায়রার কাছে শাড়ি কেবল একটি পোশাক নয়—এটি এক অনন্য অভিজ্ঞতা। এটি উৎসবকে রূপান্তরিত করে ব্যক্তিগত অভিব্যক্তিতে, আর উপহারকে পরিণত করে বিশুদ্ধ ভালোবাসার প্রকাশে। সেই আবেগকেই আমরা জীবন্ত করেছি আমাদের উৎসব ক্যাম্পেইন ‘দ্য গিফ্ট অব পিওর লাভ’-এর মাধ্যমে। আমাদের এক্সক্লুসিভ অফার ও গোল্ডেন কোকুন প্ল্যান-এর সঙ্গে, আমরা চাই এই মরসুমে তানায়রার শাড়ি হোক গ্রাহকদের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পছন্দ। ইতিমধ্যেই বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে, এবং আমরা এই সময়সীমায় দ্বিগুণ বৃদ্ধি প্রত্যাশা করছি।” এই উৎসবকে আরও বিশেষ করে তুলুন মিয়ারা-র সঙ্গে—যার দাম শুরু মাত্র ৬,৪৯৯ টাকা থেকে। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য হোক কিংবা নিজস্ব সংগ্রহে রাখার জন্য—তানায়রার এই নতুন কালেকশন আপনাকে এনে দেবে হাতে বোনা শাড়ির এক নতুন অভিজ্ঞতা। এখন পাওয়া যাচ্ছে শিলিগুড়ির সেভক রোড, সেকেন্ড মাইলে অবস্থিত তানায়রা শোরুমে।
