দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের চাহিদা মেটানো যাচ্ছে না। কলকাতার বাজারগুলিতে বেশ ভালোরকম রয়েছে ইলিশ মাছের যোগান নেই।
ক্রমাগত নিম্নচাপের ফলে সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা। যার ফলে আকাশ ছোঁয়া দাম হয়েছে ইলিশের। শুধুমাত্র যে মফস্বলে ইলিশের দাম বেশি তা নয়। মফস্বলের পাশাপাশি কলকাতা ও জেলার বাজারে ইলিশ মাছের দাম আকাশচুম্বী।
জানা যায়, এখন এক কেজি ওজনের রুপোশের দাম প্রায় ২ হাজার টাকার কাছাকাছি। এত টাকা দিয়ে ইলিশ মাছ খেতে গিয়ে যথারীতি পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে অনেকে ৫০০-৬০০ গ্রামের ইলিশের দিকে হাত বাড়াচ্ছেন। যদিও এই ইলিশগুলি দাম কোন থেকে কম নেই। বাজারে ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম ইলিশের দাম পড়ছে ৭০০-৮০০ টাকার কাছাকাছি।
