ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ কাঁকসার পরিযায়ী শ্রমিক

নিখোঁজ শ্রমিকের নাম দেবাশীষ বাগদি (৩৫)। বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানার সারামা গ্রামে হলেও, তিনি প্রায় ১৩ বছর ধরে কাঁকসার শিবপুরে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। পরিবারের অভাব মেটাতে চলতি বছরের আগস্ট মাসে পরিযায়ী শ্রমিকের কাজে যান এলাকার যুবকদের সঙ্গে চেন্নাইয়ের আইপোটঙ্গল এলাকায়। সেখানে আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে ঠিকাদারের একটি ঘরে ওঠেন। কিন্তু প্রথম রাতেই হঠাৎ উধাও হয়ে যান দেবাশীষ।

এরপর থেকে আর ফেরেননি, মিলেনি কোনও খোঁজও। সঙ্গে কাজ করতে যাওয়া আরেক শ্রমিক পরে গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান। সেই খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকসার শিবপুর ও সারামা দুই এলাকাতেই। পরিবার আজ ভয়ে আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। বাদল বাগদি বলেন,”দীর্ঘদিন ধরে আমাদের ঘরেই ছিল। এলাকার বেশ কয়েকজন তাকে জোর করে নিয়ে গেছিল ভিন রাজ্যে।

আধার কার্ড ভোটার কার্ড সবই আমাদের ঘরে। পরিচয়পত্র ছাড়াই তাকে নিয়ে গেছিল কাজে। তারপর থেকে তাঁর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমরা চরম চিনতাই। তাপস লোহার বলেন,”আমরা ঠিকাদারের সাথে গেছিলাম কাজে  আগস্ট মাসের ৯তারিখ ওখানে পৌঁছেছিলাম। সেই রাতে পাশের রুমেই ছিল দেবাশীষ। সকালে উঠে দেখি সে উধাও।ঠিকাদারকে জানিয়েছিলাম। ঠিকাদার জানিয়েছিল পুলিশকে জানিয়েছি।