পরিযায়ী শ্রমিক খুন: রহস্যের জট

মালদার কালিয়াচক থানা এলাকার ছোট মহদিপুর বাঁধ এলাকায় এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে বাবর শেখ (৩৫) নামে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবর শেখ পেশায় পরিযায়ী শ্রমিক। সম্প্রতি তিনি কাজ থেকে নিজের বাড়ি মালদার মোথাবাড়ি থানা এলাকার কুরিয়াটারা গ্রামে ফিরেছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার রাতে দুই যুবক বাবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সারারাত তিনি আর ফেরেননি। সকালে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করলে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে তার মৃতদেহ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাবরের সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ তদন্ত করে দেখছে, এই খুনের পেছনে কর্মক্ষেত্রের কোনও শত্রুতা রয়েছে, নাকি অন্য কোনও অজানা কারণ লুকিয়ে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।