পুলিশের কাছে খবর ছিল যে একটি ফুলপাঞ্জাব ট্রাকের কেবিনের মধ্যে গোপন চেম্বারে মাদক পাচার হচ্ছে। সেইমতো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ঘাটিগাঁড়ে ফুলবাড়ি ক্যানেল রোডে। সেই মতো বুধবার দুপুর দুইটা নাগাদ ফুলবাড়ির ছোভাভিটা এলাকায়একটি তামিলনাড়ু নাম্বারের ফুল পাঞ্জাব ট্রাক ক্যানেল রোড ধরে যাওয়ার সময় তাকে আটক করে এনজেপি থানার পুলিশ।
চালককে জিজ্ঞাসাবাদ করতেই উঠে এলো আসল রহস্য। ট্রাকের কেবিন থেকে মিলল প্রায় দু কুইন্টাল গাঁজা, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। গ্রেফতার করা হয় গাড়ি চালক পরিমলকে’। জানাগেছে চালকের বাড়ি অন্ধ্রপ্রদেশ।কোচবিহার থেকে গাজা গুলি কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানাগেছে।
ঘটনাস্থলে পৌঁছায় এসিপি রবিন থাপার উপস্থিতিতে সমস্ত আইনী প্রক্রিয়া সম্পন্ন হয়।পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিকে এনজেপি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
