আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘রোজগার মেলা’র উদ্বোধন করেলেন মন্ত্রী শশী পাঁজা

প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগারে মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আয়োজনে প্রায় ৩০ জনের ও বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।

রোজগারে মেলার স্টল গুলিতে তাদেরই হাতের তৈরি বিভিন্ন কাজ বিপণনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি। রাজ্য সরকার কিভাবে পিছিয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সে নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছে তারই ব্যাখ্যা দেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।