উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার আমলানী পঞ্চায়েতের ঢোলটুকারী তে তিন চার দিন আগে দেড় বিঘা জমির ধান কাটেন জমির মালিক। আব্দুল হামিদ গাজী,সুফিয়া বিবি,আকাশ গাজী ইনাদের নামে জমি।
গতকাল ই কাটা ধান গাদা করে একজায়গায় করে আমলানী যাত্রী শেড সংলগ্ন স্থানে রাস্তার পাশে তাদের জায়গায় রাখেন। গতকালই রাত ১২ টা নাগাদ জমির মালিক টাকী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদ গাজীর কাছে স্থানীয়দোর মারফৎ খবর আসে কেউ বা কারা ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে।
তারা পৌঁছাতে পৌঁছাতে নব্বই শতাংশ ধান ই পুড়ে গেছে দেখেন। বিষয়টি থানার অবগত করানো হয়, ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ।
