১০ বছর পর বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ওড়িশার নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক

দশ বছর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন আদিবাসী যুবক সুদাম হেমব্রম(৪০) নিখোঁজ হয়ে যায়। পরিবার কোনোভাবেই তার খোঁজ পায়নি। স্থানীয় থানাতেও অভিযোগ জানানো হয়। এরপর কেটে যায় দশটি বছর। বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানসিক ভারসামহীন ও যুবক সুদামকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে সে ভারতীয়।

যোগাযোগ করা হয় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর কাছে খবর আসতে  আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল সাংগঠনিক সভাপতি উৎপল রায়কে বিষয়টি জানানো হলে। নিখোঁজ যুবকের বাড়ির লোকের সাথে কথা বলে উৎপল বাবু দুই দেশের বিদেশ মন্ত্রণালয়,ভারতীয় হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশন সহ ওড়িশার মুখ্য সচিব ও  স্বরাষ্ট্র সচিবকে সুদাম হেমব্রম এর সমস্ত নথিপত্র নিয়ে বিস্তারিত জানানো হয়।

এরপর বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সমস্ত যাচাই করার পর ওই যুবককে রবিবার উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফেরায়। বাড়ির ছেলেকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি পরিবার। সুদামের ভাইপো সুভাষচন্দ্র হেমব্রম কাকাকে ফিরে পেয়ে ছলছল চোখে ধন্যবাদ জানিয়েছেন সকলকে।