জলপাইগুড়িতে বনধে মিশ্র প্রতিক্রিয়া, ধূপগুড়িতে সক্রিয় বনধ সমর্থকরা

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ জলপাইগুড়ি জেলাতেও বনধ পালিত হচ্ছে। তবে জেলায় বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে যেমন সাধারণ জীবনযাত্রা আংশিকভাবে স্বাভাবিক থেকেছে, অন্যদিকে ধূপগুড়ি সহ একাধিক এলাকায় সক্রিয় ভূমিকা নিয়েছেন বনধ সমর্থকরা।

সকালে ধূপগুড়ি শহরে লাল পতাকা হাতে মিছিল করতে দেখা যায় বনধ সমর্থকদের। তারা বিভিন্ন দোকানপাট বন্ধ করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করে। শহরের প্রধান রাস্তা, বাজার ও বাণিজ্যিক এলাকাগুলিতে বনধের প্রভাব ছিল স্পষ্ট। সকাল থেকে যে সমস্ত দোকান খোলা হচ্ছিল, সেগুলি বন্ধ করতে বলে মিছিলকারীরা।

পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারিতে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর নেই। তবে জেলার কিছু অংশে পরিবহন ব্যবস্থাও বনধের প্রভাব অনুভব করেছে।