রেলের বারবার উচ্ছেদ অভিযানে ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তির মধ্যে। এনজেপি থানা মোড় এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করে, রেলের কাছে পর্যাপ্ত ফাঁকা জমি থাকা সত্ত্বেও সৌন্দর্যায়ন ও উন্নয়নের নামে বারবার তাদের উচ্ছেদ করা হচ্ছে। এতে অনেক ব্যবসায়ী ও তাদের পরিবার জীবিকা হারাচ্ছে।
ব্যবসায়ীরা অভিযোগ করে, রেল যেভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের সরিয়ে কোচ রেস্টুরেন্ট নির্মাণ করছে, তা অন্যায় ও অমানবিক।
এদিন ডাবগ্রাম–ফুলবাড়ীর বিধায়িকা শিক্ষা চ্যাটার্জি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। তবে ব্যবসায়ীরা জানান, যতক্ষণ না রেলের পক্ষ থেকে পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ তাদের অবস্থান বিক্ষোভ চলবে।
