রেলের উচ্ছেদে ক্ষু*ব্ধ বিক্ষো*ভকারী ব্যবসায়ীদের সাথে দেখা করলেন বিধায়িকা

রেলের বারবার উচ্ছেদ অভিযানে ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তির মধ্যে। এনজেপি থানা মোড় এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করে, রেলের কাছে পর্যাপ্ত ফাঁকা জমি থাকা সত্ত্বেও সৌন্দর্যায়ন ও উন্নয়নের নামে বারবার তাদের উচ্ছেদ করা হচ্ছে। এতে অনেক ব্যবসায়ী ও তাদের পরিবার জীবিকা হারাচ্ছে।

ব্যবসায়ীরা অভিযোগ করে, রেল যেভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের সরিয়ে কোচ রেস্টুরেন্ট নির্মাণ করছে, তা অন্যায় ও অমানবিক।

এদিন ডাবগ্রাম–ফুলবাড়ীর বিধায়িকা শিক্ষা চ্যাটার্জি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। তবে ব্যবসায়ীরা জানান, যতক্ষণ না রেলের পক্ষ থেকে পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ তাদের অবস্থান বিক্ষোভ চলবে।