দার্জিলিং পাহাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক নিরজ জিম্বা

সম্প্রতি ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে ত্রাণ ও সহায়তার কাজে দার্জিলিং বিধায়ক নিরজ জিম্বা। জানা যায় নিয়মিত ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করছে, তাদের সহায়তা ও মানসিক সাহস জোগাচ্ছেন ক্ষতিগ্রস্তদের।

বিধায়ক জিম্বা ও তাঁর দল ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলির মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী — খাদ্যশস্য, ত্রিপল, গরম পোশাক সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র বিতরণ করে। দুর্গম পাহাড়ি পথ ও অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থার মধ্যেও তাঁদের ত্রাণ অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিয়েছেন।

এই প্রসঙ্গে বিধায়ক নিরজ জিম্বা বলেন, “এই কঠিন সময় আমাদের শেখায় যে নেতৃত্ব মানে কোনো পদ নয়, বরং উপস্থিতির প্রমাণ। প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি সহায়তার হাত আমাদের সম্মিলিত শক্তিকে জাগিয়ে তোলে। দার্জিলিং আবার মাথা তুলে দাঁড়াবে, আগের থেকেও দৃঢ়ভাবে।”