ভাঙা হাত নিয়েও নাগরাকাটায় হাজির বিধায়ক শঙ্কর ঘোষ

কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তিনি ও মালদার সাংসদ খগেন মুর্মু। সেই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দু’জনেই। তবুও হাল ছাড়েননি শঙ্কর। ভাঙা হাত নিয়েই শনিবার আবার নাগরাকাটায় হাজির হলেন তিনি।

আজ নাগরাকাটা ব্লকের একাধিক বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বিজেপি নেতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনম ভেংরা। দুই গাড়ি ভর্তি ত্রাণসামগ্রী নিয়ে প্রায় ৫০০ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রী।

এদিন ক্ষোভ উগরে দিয়ে শঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ত্রাণ পেতে দিচ্ছে না। যারা অন্য দলের, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি বিজেপি নেতাদেরও বাধা দেওয়া হচ্ছে।”