হাসপাতাল থেকে বাড়ি ফিরলো বিধায়ক শংকর ঘোষ

শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বুধবার শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলো। হাসপাতাল চত্বরেই তাঁকে ঘিরে ছিলেন দলীয় সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ। সকলের মুখে একটাই কথা—“বিধায়ক দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুন।”

কয়েকদিন আগেই বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় আক্রান্ত হয় শংকর ঘোষ। ঘটনার পরই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় “বিধায়ক এখন স্থিতিশীল। আপাতত বিশ্রামই তাঁর প্রয়োজন।”হাসপাতাল থেকে বেরিয়ে বিধায়ক বলেন, “মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমি দ্রুত সুস্থ হচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞ।”

দলীয় সূত্রে খবর, আপাতত কয়েকদিন বাড়িতেই বিশ্রামে থাকবে শংকর ঘোষ। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই তিনি ফের মাঠে নেমে জনসেবার কাজে যোগ দেবেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি।