অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার শিলিগুড়ি পুর নিগমের গেটের সামনে বিজেপির উদ্যোগে এই আন্দোলনের সূচনা হয়।
এদিন বিধায়ক শঙ্কর ঘোষ নিজে ঝাড়ু হাতে রাস্তা সাফাই অভিযানে যোগ দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ বিজেপি কাউন্সিলর সহ বহু বিজেপি কর্মী ও সমর্থক।
বিধায়কের দাবি, বহুদিন ধরে অস্থায়ী সাফাই কর্মীরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত। পুর প্রশাসন এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়াতেই এই প্রতীকী সাফাই কর্মসূচি।
উল্লেখ্য, সম্প্রতি ছট পুজো শেষে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে মেয়র গৌতম দেব ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশ নেন।
শিলিগুড়ির বিধায়ক জানান, বেতন বৃদ্ধির দাবিতে এই লড়াই চলবে, পাশাপাশি তিনি জানান রাজ্যে ক্ষমতায় এলে পঞ্চায়েত স্তর থেকে পুর নিয়ম স্তর পর্যন্ত অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।
