জলপাইগুড়ির জনবহুল এলাকার মধ্যে অন্যতম দিনবাজার। আর সেখানেই আগুন নেভানোর মক ড্রিল মানে হাতে-কলমে শেখানোর চেষ্টা করলো দমকল বাহিনী। এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন, দমকল ও পৌরসভার যৌথ উদ্যোগে আগুন নেভানোর উপায় কি বা আগুন লাগলে প্রাথমিকভাবে কি করা যায় তা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হলো দিনবাজার কালী মন্দির এলাকায়।
জলপাইগুড়ি পৌরসভার আধিকারিকরা সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও দমকল আধিকারিক এখানে উপস্থিত হয়েছিলেন। সাধারণ দোকানদার ও মানুষদের বোঝানোর চেষ্টা করলেন আগুন লাগলে কিভাবে সহজেই নেভানো যায় ।তা মক ড্রিল এর মাধ্যমে শেখানো হলো।
