বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। পুজোর আগেই উত্তরবঙ্গ পরিবহনে খুশির খবর। কারণ দিনকে দিন যানজট নগরী নামে পরিচিত পাচ্ছিল শিলিগুড়ি।
জটিল পরিস্থিতি মোকাবিলা করার জন্য বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন একটি বৈঠক করেন শিলিগুড়ি পৌর কমিশনের মেয়র গৌতম দেব জানান, দূরপাল্লার বাসগুলির জন্য এবার মাটিগাড়ার পরিবহনগরে তৈরি হবে নতুন বাস টার্মিনাস।
এই বাস টার্মিনাস তৈরি করার জন্য রাজ্য পরিবহন দফতর ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। পাশাপাশি এই অত্যাধুনিক বাস টার্মিনাস তৈরি করার জন্য ২.৫ কোটি টাকার বরাদ্দ করেছেন।
