পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রাজনৈতিক ময়দানে তাঁদের লড়াই নতুন নয়। তবে ব্যক্তিগত সৌজন্যের সামনে কখনই বাধা হয়ে দাঁড়ায় না এই বিরোধিতা। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন সকালে এক্স হ্যান্ডেলের পোস্টে মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করে মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ প্রতিবছরই জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। এবারও তার অন্যথা হয়নি।
সরকারি নথি অনুযায়ী ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তাঁর জন্ম সম্পূর্ণ অন্য সময়। খোদ মুখ্যমন্ত্রীও নিজের লেখা ‘একান্তে’ বইতে একই কথা জানিয়েছেন। বইয়ের ৮৪ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে, তাঁর মায়ের দেওয়া তথ্য অনুযায়ী দুর্গাপুজোর অষ্টমীর দিন সন্ধিপুজোর সময় তাঁর জন্ম হয়েছিল। তবে সরকারি হিসেবে ৫ জানুয়ারিই জাতীয় স্তরের রাজনীতিকরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
