চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে গাড়িতে যাত্রা করে পৌঁছালেন দ্বিপাক্ষিক বৈঠকের স্থানে।
সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “এসসিও সম্মেলনের কার্যক্রম শেষে প্রেসিডেন্ট পুতিন ও আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যাই। তাঁর সঙ্গে আলোচনা সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ।”
উল্লেখযোগ্য, মোদি-পুতিন বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, প্রতিরক্ষা, জ্বালানি ও আঞ্চলিক কৌশলগত ইস্যু নিয়ে আলোচনা হয়। ভারত ও রাশিয়ার সম্পর্ক আরও সুদৃঢ় করার দিকেই নজর দিচ্ছে দুই নেতা।
