বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল টানাপোড়েন, চরম আর্থিক সংকটে পড়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। বিনিয়োগকারীর অভাবে সাদা-কালো দলটি নাভিশ্বাসে। ক্লাবের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মহমেডান ক্লাবের কর্তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। তবে সেই পদক্ষেপ এখনও কার্যকর হয়নি।
মহমেডান ক্লাবের সমর্থকরা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে সাক্ষাৎ করেন এবং তাঁকে একটি আবেদনপত্র প্রদান করেন। আবেদনপত্রে তাঁরা ক্লাবকে আর্থিক সংকট থেকে মুক্ত করার জন্য শমীক ভট্টাচার্যের হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্রের খবর, আর্থিক সমস্যার সমাধান হলে মহমেডান আবার আইএসএল খেলতে পারবে। তবে জানা গিয়েছে সমর্থকদের আবেদন গ্রহণ করলেও শমীক ভট্টাচার্য এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। মহমেডান স্পোর্টিংয়ের এক কর্তা মহম্মদ কামারউদ্দিন জানিয়েছেন, বর্তমানে একটি বিনিয়োগকারীর সঙ্গে কথাবার্তা চলছে। তবে শমীক ভট্টাচার্য কিছু আশা দিয়েছেন কি না, সেই সংক্রান্ত কোনও কিছু জানায়নি তিনি।
