কলকাতা লিগে মহামেডান স্পোর্টিংয়ের বেহাল দশা, রেনবোর কাছে ১-২ গোলে পরাজয়

নৈহাটি, ২৫ জুলাই: কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের দুরবস্থা অব্যাহত। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ASOS রেনবো অ্যাথলেটিক ক্লাবের কাছে ১-২ গোলে পরাজিত হল সাদা-কালো ব্রিগেড। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা, আগের ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে ০-১ গোলে পরাজিত হয়েছিল।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মহামেডানকে এগিয়ে দেন শিবা মাণ্ডি, অধিনায়ক সজল বাগের ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিং করেন তিনি। কিন্তু ৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও শেষ ১৫ মিনিটে ছন্দপতন ঘটে।

৭৭ মিনিটে রেনবোর সৌভিক ঘোষাল সমতা ফেরান, এরপর ৮২ মিনিটে অমরনাথ বাস্কে গোল করে রেনবোর জয় নিশ্চিত করেন। মহামেডানের রক্ষণভাগে অসংগঠিততা ও শেষ মুহূর্তের মনোসংযোগের অভাব আবারও চোখে পড়ল।

ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভ প্রকাশ পায়। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে—কবে ফিরবে মহামেডান জয়ের সরণিতে? কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর কৌশল ও খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

কলকাতা লিগের অপর ম্যাচে এরিয়ান ক্লাব ৩-১ গোলে হারিয়েছে সাদার্ন সমিতিকে, যেখানে এরিয়ান ফুটবলারদের দাপুটে পারফরম্যান্স নজর কাড়ে।

মহামেডানের পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য। তবে তার আগে প্রয়োজন আত্মবিশ্লেষণ ও রণকৌশলে পরিবর্তন।