সাতসকালে জলপাইগুড়ি শহরে বাঁদরের উপদ্রব

আজ, বুধবার সকালে জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়ায় রীতিমতো তাণ্ডব চালায় একঝাঁক বাঁদর। তারা বিভিন্ন বাড়িতে ঢুকে খাবারদাবার ছিনিয়ে নেয়।

তাড়াতে গেলে বাসিন্দাদের উপর হামলা চালায়। কয়েকজন জখমও হয়েছেন। বাসিন্দাদের বক্তব্য, আগে জঙ্গল লাগোয়া এলাকায় বাঁদরের দল হানা দিত।

এখন শহরেও তাণ্ডব চালাচ্ছে তারা। এনিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি জঙ্গলে বাঁদরের খাবারে টান পড়েছে ?