আলিপুরদুয়ার জেলায় খসড়া ভোটার তালিকায় মোট ৯৫ হাজার ২৮৬ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে জানালেন জেলা শাসক আর বিমলা। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই আশ্বাস দিয়েছেন তিনি। জেলা শাসক স্পষ্ট করে জানান, যদি কোনো বৈধ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে থাকে, তাহলে আগামী এক মাসের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়ায় আপত্তি জানানো যাবে।
জেলা প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, আপত্তি গ্রহণ ও যাচাইয়ের পর প্রয়োজনীয় ক্ষেত্রে ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ, ভুলবশত নাম বাদ পড়লে তা সংশোধনের সম্পূর্ণ সুযোগ থাকবে।
খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই জেলা শাসক আর বিমলার উদ্যোগে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করার আশ্বাস দেওয়া হয়।
বৈঠক শেষে জেলা শাসক আরো জানান, তালিকা সংশোধনের এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা, যাতে কোনো যোগ্য ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।
