অত্যাধিক গরমের কারণে শুরু হলো মর্নিং স্কুল

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতেই গরমের ছুটি শেষ হলেও গরম কমেনি, লাফিয়ে বেড়েছে তাপমাত্রা।

এই আবহে পড়ুয়াদের কথা মাথায় রেখে মর্নিং স্কুলের নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তবে এই নিয়েই এবার বিপত্তি। গতকালই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়েছে, লিখিত অনুমতি ছাড়া সকালে স্কুল করা যাবে না।

এই অবস্থায় তাপপ্রবাহজনিত কারণে প্রাথমিক স্কুলগুলোতে সকালে ক্লাস চালানোর আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দেয় পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। নির্দেশিকায় বলা হয়, প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস করানো হবে।