এসএসবি-র অভিযানে মরফিন উদ্ধার, গ্রে*প্তার ১

মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল সীমান্ত সুরক্ষা বাহিনী (এসএসবি)। গোপন সূত্রে খবর পেয়ে বাঙ্গালজোত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।

জানা গিয়েছে, ভারত-নেপাল সীমান্তের কাছে কালী মন্দির সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ধৃত যুবকের আটক করে তল্লাশি চালালে ১০২ গ্রাম মরফিন (প্যাকেজিংসহ ১০৯ গ্রাম) উদ্ধার হয়। এছাড়া উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড সহ ভারতীয় মুদ্রায় ১২০ টাকা।

ধৃত যুবকের নাম বিষ্ণু বর্মণ (২৪)। সে দার্জিলিং জেলার গৌরসিংজোতের এলাকার বাসিন্দা।

এসএসবি সূত্রে খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষ্ণু জানায় সে নকশালবাড়ির কাছ থেকে ওই মরফিন সংগ্রহ করেছিলো ও ২,৫০০ টাকার বিনিময়ে দুলালজোতের বাসিন্দাকে একজনের কাছে হাত বদলের পরিকল্পনা ছিলো।

ধৃত বিষ্ণু বর্মনকে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।