ধস-বন্যায় বিধ্বস্তদের পাশে মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দুধিয়ার মানুষদের পাশে দাঁড়ালো মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ। সম্প্রতি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসে সংগঠনটি। দুধিয়া কম্যুনিটি হলে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যদের বক্তব্য, “মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা শুধু সামগ্রী নয়, সহানুভূতির প্রতীক।”

উল্লেখযোগ্যভাবে, মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ বহুদিন ধরেই সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়। সমাজের প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে আসার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে এই সংগঠন।