বেহাল রাস্তা, দুর্ঘটনা এড়াতে অগত্যা শিশুর কোমরে দড়ি বেঁধে স্কুটি করে বিদ্যালয়ের পথে সন্তানদের নিয়ে ছুটছেন মা। এ দৃশ্য জলপাইগুড়ি বেলাকোবা এলাকার। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত, দুর্ঘটনা এড়াতে কোমরে কাপড় বেঁধে বিদ্যালয় সন্তানদের নিয়ে ছুটছেন মা। বেহাল রাস্তা, অজ্ঞতা এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই এলাকার মানুষজনের।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা তথা পানিকৌরি গ্রাম পঞ্চায়েতর প্রধান পাপিয়া সরকারের সাফাই, বেলাকোবা কলেজ মোড় থেকে বিবেকানন্দ কলোনি মোড় পর্যন্ত রাস্তাটা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের হলেও স্বীকার করে নেন তিনি। এই রাস্তা দিয়ে পাঁচটা স্কুল এবং দুটো কলেজ পড়ুয়া থেকে শুরু করে এলাকার বহু মানুষের যাতায়াত বলে পাপিয়া দেবী জানান। তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই রাস্তার টেন্ডার হয়ে গেছে,খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
জলপাইগুড়ি বেলাকোবা এলাকায় পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দীর্ঘ এই রাস্তা র বেহাল অবস্থা বেশ কয়েক বছর ধরেই। সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। এখানে রয়েছে বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয় সহ বহু বাসিন্দাদের যাতায়াতের ভরসা একমাত্র এই রাস্তা। এই রাস্তা দিয়ে না যাতায়াত করতে পারলে ঘুর পথে অনেক সময় লাগে এবং যাতায়াতের অসুবিধা। নিত্য যাত্রী থেকে এলাকার বাসিন্দাদের দাবি এই রাস্তা খুব শীঘ্রই সংস্কার করা হোক।এখন দেখার কবে এই সমস্যার সমাধান মেলে।
