দু’বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির দিনেই নতুন বাড়িতে গৃহপ্রবেশ করতে চলেছেন বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বান্দ্রার পালি হিল এলাকায় ছয়তলা বিশিষ্ট এই বিলাসবহুল বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা। জানা গেছে, এটি দেশের সবচেয়ে দামি তারকা বাসস্থানগুলোর মধ্যে অন্যতম, এমনকি শাহরুখ খানের ‘মান্নাত’-কেও ছাপিয়ে গেছে এই সম্পত্তি।
এই বাড়িটি আদতে রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ছিল, যা আশির দশকে ঋষি কাপুর ও নীতু কাপুরের নামে লিখে দেওয়া হয়। উত্তরাধিকার সূত্রে রণবীরের হাতে আসা এই বাড়ির নির্মাণ ও সাজসজ্জায় গত দুই বছর ধরে চলেছে বিস্তৃত পরিকল্পনা ও কাজ।
গৃহপ্রবেশ উপলক্ষে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে শুধুমাত্র পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে অনুষ্ঠান শুরুর আগেই রণবীর-আলিয়া তাঁদের অতিথিদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন—অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখতে এবং বাড়ির ছবি বা ভিডিও অনুমতি ছাড়া সামাজিক মাধ্যমে শেয়ার না করতে।
তারকা দম্পতির এই নতুন অধ্যায় ঘিরে বলিউডে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে। তাঁদের অনুরাগীরা দীপাবলির এই শুভক্ষণে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
