জলপাইগুড়িতে শুরু হল এম পি কাপ

আজ সকালে শহরে মিলন সংঘ সংলগ্ন এলাকা থেকে ম্যারাথনের মধ্যে দিয়ে এম পি কাপের সূচনা হয়। সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের উদ্বোধন করেন বিএসএফের রানিনগর হেড কোয়ার্টারের ডি আই জি, পি কে পঙ্কজ।

ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ। প্রায় দেড়শো পুরুষ ও মহিলা প্রতিযোগী ম্যারাথনে অংশ নেন। ১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন ইভেন্ট চলবে। ১৪ তারিখ পুরস্কার বিতরণী।