মঙ্গলবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা নিজের নির্বাচনী কেন্দ্রের অধীন বামন ডাঙ্গা টুন্দু চা বাগানের শ্রমিকদের সঙ্গে মিলিত হন। এর পাশাপাশি সাংসদ স্থানিয় বাসিন্ধা দের সঙ্গে নিয়ে ডায়না নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ জায়গা পরিদর্শনে যান।
এই প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ভোটের আগে এই এলাকায় প্রচারে এসেছিলাম , সাংসদ হবার পর এই প্রথম এই এলাকার সাধারণ মানুষের মাঝে এলাম।
এই অঞ্চলের মানুষের খুব সুবিধে হয় যদি এই বামন ডাঙ্গা টুন্ডু চা বাগানের এই অংশের ডায়না নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়, সেটা নিয়েও আলোচনা হয়েছে।
