প্রক্রিয়া শুরু হতেই গ্রেপ্তার একাধিক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার পর থেকেই যেন আতঙ্ক ছড়িয়েছে।

সেই আতঙ্কে এবার উত্তর ২৪ পরগণার স্বরূপনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়লেন ১২ জন বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, স্বরূপনগর থানার হাকিমপুর তারালি সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তাঁরা।

বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁদের আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেন। পরে পুলিশ ওই ১২ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু। জেরায় তাঁরা স্বীকার করেছেন যে, তাঁরা প্রায় তিন বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। সেই থেকে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছিলেন তাঁরা।