একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ভোটার তালিকা আরও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

২০০২ সালের ভোটার তালিকা এবং ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করার কথা বলা হয়েছে। দিল্লিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের সম্মেলনে কমিশনের তরফে জানানো হয়, প্রতিটি বুথ লেভেল অফিসারের হাতে তুলে দিতে হবে ২০০২ সালের ও ২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকা।

প্রতিটি নাম মিলিয়ে দেখতে হবে, এবং সেই ভোটারের পূর্বতন অবস্থান, অর্থাৎ বিধানসভা নম্বর, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর ইত্যাদি হাতে লিখে রাখতে হবে। যদি ভোটারের বাবা-মায়ের নাম পুরনো তালিকায় থাকে কিন্তু ভোটারের নিজের নাম না থাকে, সেক্ষেত্রে তাঁদের নাম ও বিবরণও আলাদা করে নথিভুক্ত করতে হবে। এই গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে সম্পন্ন করাতে BLO-দের বিশেষ প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।