রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। একের পর এক মাইলফলক স্থাপন করছে রেল। সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে উৎসবের ধুম লেগে যাবে। আর এই সময়েই চাহিদা বাড়ে ট্রেনের টিকিটের।
এই সময়ে ট্রেনের টিকিট হয়ে ওঠে দুষ্কর। তাই যাত্রীদের সুবিধার্থে এবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে। উৎসবের মরশুমের জন্য ১২,০০০ স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত করছে রেল। দেশ জুড়ে চলবে এই ট্রেনগুলি। এই। এই ট্রেনগুলিতে থাকছে অতিরিক্ত বার্থের ব্যবস্থাও।
বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং সাংসদ ডক্টর সঞ্জয় জয়সওয়ালদের সঙ্গে বৈঠক সারেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরেই ঘোষণা করা হয় এই বিশেষ ট্রেনগুলির। রেলমন্ত্রী ঘোষণা করেন, চারটি অমৃত ভারত ট্রেন চালু করা হবে শীঘ্রই। এই চারটি ট্রেন যুক্ত করবে দিল্লি-গয়া, সাহারসা-অমৃতসর, ছাপরা-দিল্লি এবং মুজফফরপুর-হায়দ্রাবাদ।
