মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার হঠাৎই বড়সড় সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য পুলিশের একাধিক অফিসারকে বদলি করা হয়েছে।
ঝাড়গ্রামের SP অরিজিত্ সিনহা এখন মেদিনীপুর রেঞ্জের DIG।
বাঁকুড়ার SP বৈভব তিওয়ারি হচ্ছেন পুরুলিয়ার SP।
পুরুলিয়ার SP অভিজিত্ বন্দ্যোপাধ্যায় এখন মালদার SP।
মালদার SP প্রদীপকুমার যাদব-কে পাঠানো হয়েছে উত্তর দিনাজপুরে SP (ট্র্যাফিক) পদে।
আলিপুরদুয়ারের SP ওয়াই রঘুবংশী এখন জলপাইগুড়ির SP।
ওয়াই রঘুবংশীর জায়গায় আলিপুরদুয়ারের নতুন SP হলেন খাণ্ডওয়ালে উমেশ গণপত।
রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চেও বড় পরিবর্তন হয়েছে।
ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত সচিন এখন বিধাননগর কমিশনারেটের নিউটাউন বিভাগে নতুন ডিসি।
পশ্চিম মেদিনীপুরের SP ধৃতিমান সরকার-কে পাঠানো হয়েছে এসএস, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পদে।
মহম্মদ সানা আখতার হচ্ছেন আসানসোল–দুর্গাপুর কমিশনারেটের ওয়েস্ট জোনের ডিসি।
