দিনহাটা শহরের বিসর্জন ঘাট পরিদর্শনে পৌরসভা কর্তৃপক্ষ

0 min read

দিনহাটা শহরের প্রতিমা বিসর্জনের রথবাড়ি ঘাট পরিদর্শনে পৌরসভা কর্তৃপক্ষ। রথবাড়ি বিসর্জন ঘাট পরিদর্শনে যান পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ও পৌরসভার এক আধিকারিক। দিনহাটা পৌরসভার চেয়ারম্যান বলেন সাত দিন ধরে প্রতিমা বিসর্জন করা হয় রথবাড়ি ঘাটে।এই ঘাট তৈরির কাজ চলছে, এর পাশাপাশি গোসানি রোড কৃষিফার্মের মাঠ থেকে শুরু করে রাস্তার ধারের বড়ো ছোট গাছের ডালপালা কেটে পরিস্কার করা হয়েছে, রাস্তায় যেখানে যেখানে খানাখন্দ রয়েছে তা তিন চার দিনের মধ্যে ঠিক করা হবে বলেও বলেন তিনি। এছাড়াও বিসর্জনের ঘাটে লাইট, প্যান্ডেল, সিসি ক্যামেরার ও অ্যাম্বুলেন্স সঙ্গে মেডিকেল টিমের ব্যাবস্থা থাকছে বলে তিনি বলেন। আগামী ২৪ অক্টোবর তারিখে প্রথম বিসর্জন শুরু হবে এবং আগামী ২৫ অক্টোবর কার্নিভালের ১৫ টি বিগ বাজেট পুজো কমিটির প্রতিমা বিসর্জন করা হবে। তিনি আরও বলেন সকল ব্যাবস্থার জন্য পৌরসভার আধিকারিক ও পৌরসভার কর্মীরা ইতিমধ্যে কাজে লেগে পড়েছেন, সবমিলিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হবে বিসর্জনের ঘাট চত্বরে।

You May Also Like