দুর্গাপূজোয় শহরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

1 min read

দুর্গাপূজোয় শহরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। দুর্গাপূজোর আগে নিরাপত্তা বাড়াতে ভক্তিনগর ও শিলিগুড়ি থানার অন্তর্গত একাধিক এলাকায় নতুন CCTV ক্যামেরা লাগানো হলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে।

শনিবার ভক্তিনগর থানায় সেই CCTV ক্যামেরা ও সার্ভিলেন্স রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তার সঙ্গে উপস্থিত ছিলেন এ ডি সি পি শুভেন্দ্র কুমার, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা, ডি সি পি হেডকোয়ার্টার জয় টুডু সহ অন্যান্যরা।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান, পূজোর সময় যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো ঘটনা ঘটলেও যাতে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্যই এই CCTV ক্যামরাগুলি লাগানো হয়েছে। এতে নজরদারি বাড়াতে আরো সুবিধা হবে।
জানা যায়, এদিন দুটি থানার অন্তর্গত মোট ৮০ টি ক্যামেরার এদিন উদ্বোধন করা হয়।

You May Also Like