শিলিগুড়ির নামী মলে পুরনিগমের অভিযান, ভাঙা হল অবৈধ নির্মাণ

শিলিগুড়ি সেবক রোডের এক নামী মলে মঙ্গলবার অভিযান চালাল পুরনিগম। অভিযোগ, ওই মলের কিছু অংশ নাকি অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুরনিগমের তরফে অবৈধ নির্মাণ চিহ্নিত করে তা ভেঙে ফেলা হয়।

সূত্রের খবর, আনন্দ কুমার বানসাল নামে এক ব্যক্তি মলের বিরুদ্ধে পুরনিগমে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর পুর প্রশাসন সমস্ত নথিপত্র খতিয়ে দেখে মালিকপক্ষকে নোটিস পাঠায়। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও মালিকপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।

অবশেষে মঙ্গলবার পুরনিগমের পক্ষ থেকে ভাঙচুরের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ভক্তিনগর থানার পুলিশ উপস্থিতিতে পুরকর্মীরা ওই মলের অবৈধ অংশ ভেঙে দেন।