জলঢাকা নদীর চরে পূর্ণবয়স্ক মহিলা হাতির রহস্যজনক মৃ*ত্যু

জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে শুক্রবার সকালে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ উদ্ধার।

জানা যায়, স্থানীয় বাসিন্দারা সাত সকালে মৃতদেহটি দেখতে পেয়ে বন বিভাগ ও পুলিশকে খবর দেন। ঘটনাটি ঘটেছে নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর চরে। এলাকায় হাতির চলাফেরা নতুন নয়, তবে এমন মৃত্যু খুব একটা দেখা যায় না বলে জানিয়েছেন স্থানীয়রা।

বন বিভাগের কর্মীরা, “মৃত হাতিটির সঠিক মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বজ্রাঘাতে মৃত্যু হয়ে থাকতে পারে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”

বৃহস্পতিবার রাতভর প্রবল বৃষ্টির পর শুক্রবার সকালে এমন দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। বন দপ্তর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘিরে পরিবেশপ্রেমীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে।