নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চলালেন নবদ্বীপ থানার পুলিশ

উদ্ধার প্রায় ২৫ কেজি নিষিদ্ধ বাজি! ঘটনায় গ্রেপ্তার এক। আদালতের নির্দেশ অনুযায়ী যে কোন প্রকার শব্দ বাজি বিক্রিই নিষিদ্ধ,  পাশাপাশি সবুজ বাজি বিক্রির ক্ষেত্রেও নিতে হবে যথাযথ দপ্তরের অনুমতি,  আর এ সবকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলছিলো নবদ্বীপ গোস্বামী বাজারে রমরমিয়ে নিষিদ্ধ শব্দ বাজির বিক্রি !

সোমবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে  হানা দিয়ে প্রায় পঁচিশ কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করলো নবদ্বীপ থানার পুলিশ। উল্লেখ থাকে লক্ষ্মী পূজার দিন নবদ্বীপ শহর জুড়ে নিষিদ্ধ শব্দ বাজি বিক্রি করা ও ব্যাবহার না করার আবেদন জানিয়ে প্রচার মাইকিংও করা হয়েছিল নবদ্বীপ থানার তরফে।

পুলিশ সুত্রে খবর এদিন বাজারে হানা দিয়ে আনুমানিক ২৫ কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধারের পাশাপাশি গোপাল দাস নামক এক বাজি বিক্রেতাকেও আটক করে নবদ্বীপ থানার পুলিশ।