উৎসব মানেই শুধু আলো-আড়ম্বর নয়, দায়িত্ববোধও সমান জরুরি — এই বার্তাই সামনে আনল শিলিগুড়ির হিউম্যান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (NAF)। দীপাবলিকে কেন্দ্র করে যেখানে শহরজুড়ে চলতে থাকে শব্দবাজি ও ধোঁয়ার প্রতিযোগিতা, সেখানে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে মানবিকতার আবেদন জানাল সংস্থা।
সংস্থার সম্পাদক দীপ নারায়ণ তালুকদার জানান, “নিষিদ্ধ শব্দবাজি কয়েক সেকেন্ডের আনন্দ দিলেও তার বদলে প্রকৃতি ও মানুষের যে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়, তা ফেরানো যায় না। বরং সেই অর্থ যদি উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষদের পুনর্গঠনে কাজে লাগে, তাহলেই দীপাবলির আলো প্রকৃত অর্থে আলোকিত করবে মানবসমাজকে।”
ন্যাফ-এর সদস্য ডঃ শেখর চক্রবর্তী বলেন, নিষিদ্ধ বাজির বিষাক্ত শব্দ ও ধোঁয়া বহু প্রবীণ, শিশু সহ হৃদরোগীদের জন্য প্রাণঘাতী হতে পারে। “উৎসব মানে কাউকে কষ্ট দেওয়া নয়—বরং যার প্রয়োজন, তার পাশে দাঁড়ানোই প্রকৃত আনন্দ,” বলেন তিনি।
দীপাবলিকে শুধুমাত্র বিনোদনের উৎসব নয়, দায়িত্ববোধের উৎসব হিসেবে তুলে ধরতে ন্যাফ-এর এই প্রয়াস ইতিমধ্যেই এলাকায় প্রশংসিত হচ্ছে। শহরবাসীর একাংশের মধ্যেও শুরু হয়েছে সচেতনতার ইতিবাচক সাড়া—প্রমাণ করছে, আলোর উৎসব মানবিকতার আলোয় আরও উজ্জ্বল হতে পারে।
