মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস (এনসিপিএ) এখন হিন্দুস্তানি সঙ্গীতে উদীয়মান প্রতিভাদের সহায়তা করার লক্ষ্যে এনসিপিএ সিটি স্কলারশিপ ফর ইয়ং মিউজিশিয়ানস ২০২৬-২৮-এর জন্য আবেদন গ্রহণ করা শুরু করেছে। কর্মসূচিটি খেয়াল ও ধ্রুপদের মতো কণ্ঠসঙ্গীত শৈলী এবং বাঁশি, হারমোনিয়াম, বেহালা, সেতার ও সরোদের মতো বিভিন্ন বাদ্যযন্ত্রে উন্নত প্রশিক্ষণের সুযোগ দেবে। নির্বাচিত শিক্ষার্থীরা এপ্রিল ২০২৬ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত দুই বছরের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা করে বৃত্তি পেতে পারবেন।
আগ্রহী সঙ্গীতশিল্পীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই তারা আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর সময় তাদের সংগীত শিক্ষার বিবরণসহ বায়ো-ডেটা ২০শে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে indianmusicscholarships@ncpamumbai.com ঠিকানায় ইমেল করতে হবে এবং কোন বিভাগে (খেয়াল, ধ্রুপদ, বা কোনো বাদ্যযন্ত্র) আবেদন জানাচ্ছে তা উল্লেখ করতে হবে। কোনো আবেদনপত্রই সরাসরি ভাবে গ্রহণ করা হবে না। খেয়াল এবং সুরের বাদ্যযন্ত্র আবেদনকারীদের বয়সসীমা ১লা মার্চ ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত এবং ধ্রুপদ আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে। তবে যারা ফুল-টাইম অথবা পার্ট-টাইম কাজের সাথে যুক্ত এবং অল ইন্ডিয়া রেডিও থেকে যেসব ঙ্গীতশিল্পীরা ‘এ’ গ্রেড অধিকার করেছে তারা আবেদন জানাতে পারবেন না।
এনসিপিএ সিলেকশন কমিটিই সমস্ত আবেদনপত্র পর্যালোচনা করবে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে। নির্বাচিত প্রার্থীদের ফেব্রুয়ারি ২০২৬-এ ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে অডিশন নেওয়া হবে। আবেদন সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য তারা সোমবার থেকে শুক্রবার সকাল ১০:০০টা থেকে বিকাল ৫:০০টার মধ্যে ৯০৮২৬২০০৬৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।
