৪৩তম বর্ষে বিশেষ থিমে আগেভাগে পুজোর প্রস্তুতি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের

বাজলো পুজোর ঘন্টা! বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়িতে দুর্গোৎসবের সূচনা করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। এবারের ৪৩তম বর্ষে পদার্পণ করল ক্লাবের পুজো। বরাবরের মতো এবারও বিশেষ চমক থাকছে তাদের থিমে। বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরের আদলে মন্ডপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

প্রতিবছরের মতো এবারও সৃজনশীল থিম ও বিশাল বাজেট নিয়ে এগোচ্ছে এই পুজো। দীর্ঘ সময় ধরে মণ্ডপ নির্মাণের প্রয়োজন হওয়ায়, শিলিগুড়ির মধ্যে সর্বপ্রথম খুঁটি পুজো সারল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিজিৎ কুমার রায়, সম্পাদক সুশান্ত সরকার, ক্লাব সম্পাদক অভিজিৎ কর্মকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন সহ আরও অনেকে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর তৃতীয়া তিথিতে তাদের পুজোমণ্ডপের উদ্বোধন হবে। দক্ষিণবঙ্গের ধাঁচে, বিশেষ করে কলকাতার মতো জাঁকজমকপূর্ণ ওপেনিংয়ের পরিকল্পনাই এবার করছে ক্লাব। সেই লক্ষ্যেই তারা পুজোর সূচনা ঘটাল আগেভাগে। জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার এবছর নিজেদের দুর্গাপুজোকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ পুজোরূপে গড়ে তুলতে বদ্ধপরিকর। পুজো প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নানান চমকপ্রদ থিম ও আলোকসজ্জা।